সুপ্রভাত বাংলাদেশ ! পথে ঘাটে সামাজিক অনুষ্ঠানে মিডিয়ায় প্রায় সবখানেই দেখি ব্যক্তিগত বিলাস ব্যসন শান শওকত পোশাক আশাক বাড়ি গাড়ি চেহারা সুরুত অভিজাত সামন্তবাদী মানসিকতা !
কেউ আর মানব সেবামূলক কাজে ব্রতী হতে চায় না, আমাদের লেখক সমাজও এখন ভোগবাদী, গল্প নাটক উপন্যাস কোথাও সাধারণ মানুষের উঠে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর উপাখ্যান নাই, এই প্রেক্ষাপট সমাজতান্ত্রিক তো বটেই উদার সেক্যুলার গণতন্ত্রেরও সহায়ক নয় !!
Comments
Post a Comment