ট্যাক্স ফাঁকি

ট্যাক্স ফাঁকি ও ধনী হইবার কৌশল ! হ্যাঁ একথা সত্যি ব্যক্তিখাতে অনেকের আয় ইনকাম ভাল এবং TIN Number থাকলেও আয়কর রিটার্ণ জমা দেন না, ট্যাক্স ফাঁকি দেন, সেটার পরিমাণ কত ১০০/২০০ কোটি টাকা !!
মনে হয় সবাই জানেন অনেক অনেক কোম্পানি বিগ কর্পোরেট হাউজ ট্যাক্স ফাঁকি দেন, কিভাবে ? ধরুন ৫০০ কোটি টাকার পণ্য তৈরি করলো বা আয় করলো, ৩০% হারে তাদের ট্যাক্স হবে ১৫০ কোটি টাকা কিন্ত তাঁরা আয়কর বিভাগের যোগসাজশে বড়জোর ২০/৩০/৫০ কোটি টাকা ট্যাক্স দেন, সংশ্লিষ্ট আয়কর বিভাগের লোক নগদ নারায়ন পেয়ে রাতারাতি বড়লোক বনেগা ( কেউ চেনাজানার মধ্যে বলুন দেখি আয়কর বিভাগের লোক গরীব থাকেন কিনা এক্কেবারে কিছু ব্যতিক্রম ছাড়া ) সরকার ট্যাক্স বঞ্চিত হন, সরকারের আয় কমে যায় আর ওই কোম্পানির লোকজন সেই বেঁচে যাওয়া টাকা নিজেরা ভাগ বাটোয়ারা করে নেন, মৌজ করেন, নতুন প্রাডো গাড়ি কিনেন, বউ পোলাপান লইয়া বিদেশ ভ্রমণ করেন, শ্রমিক কর্মচারিদের কিছু দান খয়রাত করেন, কিছু বানিয়ে বললাম কি, আমার কাছে তথ্য আছে, আসলে সবার কাছেই আছে বৈকি, ইহা Open Secret !!!

Comments