বিদায় 2017

বিদায় 2017 - অনেক প্রতিকুলতা, হাসি কান্না, সুখ দুঃখ বেদনা, পাওয়া না পাওয়া, অনেক অপরিপূর্ণতার নৈরাশ্য, না পাওয়ার আতিসয্য, হৃদয়ে গুমরে ওঠা ঘনীভূত বেদনার ছায়াপাত......। তারমাঝেও অনেক প্রাপ্তি, অনেক ভালো আছি !
২০১৮ সাল আসবে একদম নতুন বারতা নিয়ে, অনেক অনেক মজার খবর দেবো, অনেক ভালো থাকবো কিছুকাল Astrology পড়েছিলাম, বিজ্ঞান না হলেও অপবিজ্ঞান নয়, কেউ রাশিফল জানতে ইচ্ছুক হলে যোগাযোগ করতে বারণ নেই !! স্বাগত 2018 !!!





Comments