ঘুষখোর ও ঘুষদাতা

"ঘুষখোর ও ঘুষদাতা উভয়েই দোজকের আগুণে জ্বলিবে" সহি হাদিস ! আমি নিজে জ্বলিবো তাতে কোন সন্দেহ নাই, কারণ কোর্টে আমার মামলা আছে, তাই রমজান মাসেও পেশকার পিওনকে নগদ নারায়ন দিতেই হয়, ডাকবাহককে টাকা না দিলে নোটিশ সার্ভ করে না, মাননীয় জজ সাহেবকে বলেও ফল পাই নাই, ভূমি অফিসের প্রায় সবাই পবিত্র রমজান মাসেও টাকার জন্য হা করে থাকেন, টাকা না দিলে ফাইল গায়েব হয়ে যায় !!
আমার প্রশ্ন - রমজান মাসেও যারা ঘুষ খায় তাদের রোজা কি কবুল হবে আর ঘুষখোর কালো টাকার মালিকগণ রমজানে যে মহাধুমধাম করে ইফতার মাহফিল করেন, মসজিদে দান খয়রাত করেন, সেসব কি জায়েজ হবে, অশেষ ছওয়াব হাসিল হবে !!!

Comments