কেমন কাটলো ১ম রমজান ! কি আর বলি সকাল ৬ টায় অফিসের গাড়ি চেপে বোর্ডবাজার গিয়ে দেখি সবাই সেহরি খেয়ে অফিসমুখো হয়েছে, সেকি যানজট, অন্য কোন সময় দেখি নাই !
৭ টার অফিস ৯ টায় শুরু হলো, বিদ্যুৎ নাই, উৎপাদন বন্ধ, গ্যাস নাই জেনারেটর বন্ধ, পাম্পে ডিজেলও নাই, ওভার টাইম দিয়ে শ্রমিকদের ইফতারির ব্যবস্থা করে বাসায় চলে এলাম, ধ্রুবর সাথে লেবুর শরবত, ছোলা মুড়ি, পিয়াজু বেগুনী আলু চপ, শশা, জিলাপি, টক দই আর গ্রিন টি খাবো, সব ক্লেশ ভুলে যাবো, আপনি !?
Comments
Post a Comment