হারিয়ে যাচ্ছে গ্রামীণ শিক্ষিত সজ্জন এলিট শ্রেণি ও বড় ধনী যৌথ কৃষি পরিবার ! কেউ গবেষণা করে কারণ উদ্ঘাটন করতে পারেন কিন্ত আমি আমার এলাকার গত ২/৩ দশকের পরিস্থিতি পর্যবেক্ষন করে দেখেছি, আমাদের এলাকায় যে বিখ্যাত বিপ্লবী কমরেড প্রমথ নাথ নন্দী ছিলেন, যিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম এ পাশ করে তেরশ্রী হাই স্কুলে শিক্ষকতা করতেন, নাটক লিখতেন নাটক করতেন সাংস্কৃতিক জাগরণ তৈরি করতেন ব্রিটিশ পাকি আমলে, স্বাধীনতার পরও যে জীতেন সিংহ, আফসার মাস্টার, হাকিম মাস্টারদের মত নিবেদিত প্রাণ আরো অনেক পণ্ডিত তুল্য শিক্ষক ছিলেন এখন তাঁদের উত্তর প্রজন্ম গ্রাম ছেড়ে উপজেলা জেলা বা ঢাকা শহরে চলে এসেছেন, আমার মা আমাকে শহরে স্থিত হতে বলেছেন !!
ছোট বেলায় দেখেছি আমাদের এলাকায় বেশ কয়েকটা গ্রামীণ ধনী সম্পন্ন পরিবার ছিলো, ঠাকুর পরিবার, ভূঁইয়া পরিবার, মাতব্বর বাড়ি, জব্বার কোম্পানী, এখন সেই পরিবারগুলো খণ্ড বিখণ্ড অস্তিত্ত্বের সংকটে, তাঁদের সেই শান শওকত ব্যবসা বাণিজ্য আর নেই, কেউ কেউ হয়তো মূলস্রোতে উঠে এসেছেন কিন্ত সেই প্রভাব প্রতিপত্তি আর নেই, মনে হয় সারা বাংলায় একই চিত্র, এখন গ্রামে থাকে অধিকাংশ টাউট বাটপার অর্ধশিক্ষিত ঠগবাজ, নিশ্চিত জেনারেশন গ্যাপ !!!
Comments
Post a Comment