আদালতকে বৃদ্ধাঙ্গুলি

"সুলতানা কামাল রাস্তায় নামলে তাঁর হাড্ডি-গোস্ত রাখা হবে না !" হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি জুনায়েদ আল হাবীব এই হুমকি দেন গত শুক্রবার বাইতুল মোকাররমের উত্তর ফটকে তাদের বিক্ষোভ সমাবেশে ।
দেশে প্রচলিত কোর্ট কাছারী আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবজ্ঞা করে এই ধরণের জীবন নাশের হুমকি তো ফৌজদারী অপরাধ, এজন্য ওই নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরী, মামলা, গ্রেফতার সবই হতে পারে, আমি শিক্ষিত ভদ্রলোক সজ্জন নাগরিক, আমি কাউকে এই ধরণের হুমকি দিয়ে ফৌজদারী অপরাধ করবো না, কোর্ট ইচ্ছে করলে সুয়োমোটো মামলা করতে পারেন, ২০১৩ সালের ৫মে ঢাকা ঘেরাও, সরকার উৎখাতের নামে মতিঝিলে অবস্থান সমাবেশ ডেকে বৃক্ষ নিধন করে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে, কোন এক নারী সাংবাদিক লাঞ্ছিত করে হেফাজত যে তান্ডব করেছিলো, তার তো বিচার হয়ই নাই উপরন্ত বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের তোষণ করেছে বলে তারা মাথায় ঊঠে প্রলয় নাচন নাচছে !!!

Comments