মানুষেরে অবহেলা করি,
ও কে বেদ বাইবেল কোরান চুম্বিছে মরি মরি !
শোনো মুর্খ শোনো,
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো !! নজরুল।
ও কে বেদ বাইবেল কোরান চুম্বিছে মরি মরি !
শোনো মুর্খ শোনো,
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো !! নজরুল।
সাম্যের কবি, মানূষের কবি, প্রেমভাবের কবি, দ্রোহের কবি, বিদ্রোহী কবি, শ্যামাসংগীত, হামদ না'তের কবি ১০০ বছর আগে যে অর্থবহ কবিতা লিখে গেছেন এখন আর কেউ লেখার সাহস রাখেন না, জয়তু নজরুল ।
Comments
Post a Comment