আমি ভোটের সাথে যুক্ত সেই ৭০ সাল থেকেই, ভোট ক্যাম্পেইন করতে না পারি নৌকা মার্কা নিয়ে ঘুরেছি ! ৭৩, ৭৯, ৮৬, ৯১, ২০০১, ২০০৮ এ সক্রিয়ভাবে সংসদ নির্বাচনে কাজ করেছি, এমনকি ২০১৪ সালের ৫ জানুয়ারী যখন বনেদী আওয়ামীলীগারগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন নাই, তখনও আমি এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উত্তরার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি ! আমি ছাত্র ইউনিয়ন ও সিপিবির রাজনীতির সাথে যুক্ত থাকার সুবাদে আর আওয়ামীলিগের সাথে ঐক্যের কারণে এই নৌকা প্রীতি,১৯৯১ সালে কাস্তে মার্কার জন্য সরাসরি কাজ করলেও নিকট অতীতে মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গি দমন ইত্যাদি নিয়ে শেখ হাসিনার রাজনীতির পক্ষে ছিলাম !!
মাঠে কাজ করে দেখেছি এই দেশে বিভিন্ন কারণে আওয়ামীলীগ বিএনপির ভোটার প্রায় সমানে সমান, (৩৫%), জাপা জামাত ১০% ভাসমান ২০% ভোটারের মধ্যে নতুন প্রজন্ম মধ্যবাম, আধা বাম স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়েছিলো বলেই ১৯৯৬ ও ২০০৮ সালে তাদের বিজয় হয়েছিলো, দাঁড়ি টুপিওয়ালা লোক সবাই জঙ্গি জামাত বিএনপি সমর্থক না হলেও মাদ্রাসা ইসলামী শিক্ষার বিরাট বিশাল শ্রেণি বরাবর শর্তহীন এন্টি ইন্ডিয়ান , এন্টি প্রগতিশীল দক্ষিনপন্থী, তারা তাদের পোষ্যরা কস্মিনকালেও নৌকা মার্কায় ৭০ এও ভোট দেয় নাই, এখনো দেবে না, বর্তমান সরকারের অনেক ভ্রান্ত নীতির কারণে আগামী নির্বাচন তাদের জন্য বেশ কঠিন হবে বলেই মনে করি !!!
Comments
Post a Comment