এই সরকারই শেষ সরকার নয় ! একই সরকার দীর্ঘকাল ক্ষমতায় থাকুক সেটাও দেশ ও দশের জন্য ভাল নয়, ২০১৪ সালে সংসদ নির্বাচনের পরবর্তী অবস্থা যা হয়েছিলো যদি সরকার ও প্রশাসন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে না পারতেন তাহলে আজকে অনেকেই যে মহাশক্তিধর ক্ষমতার পাদপ্রদীপে তাদের আর দর্শন পাওয়া যেতো না !! আমি কেন, দলের সেক্রেটারিই তো এই ভাষায় মেসেজ দিলেন ।
আশা করি আগামী নির্বাচন ফ্রি ফেয়ার ক্রেডিবল হোক, কাকে ভোট দেবো, মুক্তিযুদ্ধের পক্ষের সেক্যুলার সোস্যাল ডেমোক্রেটিক একটা দল খুঁজছি, ভোটটা হিসাব কিতাব করে দিতে হবে !!!
Comments
Post a Comment