হাউসে বিদ্যা কৃপণে ধন,
বলে গেছেন গুরু মহাজন !!
বলে গেছেন গুরু মহাজন !!
সখ না থাকলে নতুন নতুন বিষয় জানবার স্পৃহা না থাকলে কেতাবি ডিগ্রী একটা জুওটলেও জ্ঞান অর্জন বিদ্যা অর্জন হবে না, তেমন বেহুদা হাত খুলে খরচ করলে পকেট ফাঁকা হয়ে যাবে, বিপদ আপদে সঞ্চিত টাকা থাকবে না, যদি কারো টাকার গাছ না থাকে, অসৎ অবৈধ ঘুষ গাট্টার কাড়ি কাড়ি টাকা ব্যাংকে, বালিশে লেপ তোষকে সিন্দুকে না থাকে, কৃপণতা মানে না খেয়ে না পড়ে সঞ্চয় নয় কিন্ত ইয়ার বন্ধু বা বেহুদা ইষ্টি কুটুম্বদের ধারকর্জ উপহার দিয়ে নিজে ফতুর হলে বিপদের দিনে অর্থকষ্টে তাঁরা আপনাকে চিনবেই না !!!
Comments
Post a Comment