আমি রাত ১১ টায় উত্তরা এসেছি এই ফোন পেয়ে মা ঘুমুতে যাবেন ! আজ সকাল ১১ টায় মা খুব অসুস্থ ছিলেন, কথা বলতে অসুবিধা হচ্ছিলো, অফিসের গাড়িতে শ্রীপুর মাওনা চৌরাস্তায় ড্রপ নিয়ে সিএনজি করে গভীর ঘনবন দিয়ে কালিয়াকৈর হয়ে চন্দ্রা হয়ে নবীনগর দিয়ে মানিকগঞ্জ মায়ের কাছে যাবো, কিন্ত চন্দ্রায় ফ্লাই ওভার হচ্ছে, দেশ উন্নয়নের সড়কে, তাই মাঝে মাঝে অবস্থান দোজখে !!
কালিয়াকৈর চন্দ্রা মাত্র ৫/৬ কিমি পথ পাড়ি দিতে দুই ঘন্টা লাগলো, শেষে জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে হেঁটে চন্দ্রা নবীনগর দিয়ে যখন মায়ের কাছে গেলাম, তখন ইফতার আজান হলো, মায়ের সাথে ইফতার খেয়ে ব্লাড প্রেসার দেখে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধপত্র দিয়ে গ্রামের বাড়ি থেকে রাত ৮ টায় রওয়ানা হয়ে ব্রেক জার্নিতে একটু আগে বাসায় এসে ফ্রেশ হইলাম, পথে পথে কতবার যে মা ফোন করেছেন, হ্যাঁ মা এখন ভালো আছেন । মা ভাল থাকলে কোন কষ্টই কষ্ট না !!!
Comments
Post a Comment