বিদ্যুৎ তো আসে আর যায়

সুপ্রভাত বাংলাদেশ ! ইহাই মনে হয় জরুরী পরিস্থিতি বা ক্রান্তিকাল ! সকালে দেখি বাসার পাইপে পানি নাই, গত কয়েকদিন ধরেই অল্প অল্প ছিলো, বিদ্যুৎ তো আসে আর যায়, গতকাল গাড়ির গ্যাস না পেয়ে তেলে চালাতে হয়েছে, অন্য জিনিসের দাম সহনীয় থাকলেও সব ধরণের চালের দাম বেশ চড়া, তার উপর মাথার পড়ে রোদ চড়া, রোববার থেকে পবিত্র মাহে রমজান !
সরকার নিশ্চয়ই সব বাপারেই কনসার্ন কিন্ত জনগণকে আশ্বস্ত করার জন্য সংবাদ সম্মেলন করে সব ক্লিয়ার করেন না কেন, কোন কোন কায়েমি স্বার্থবাদী মহল এখান থেকে ফায়দা নিতে তৎপর হতে পারে আবার কোন কোন দুষ্ট গ্রহ যে সাবোটাজ করছে না তারই বা নিশ্চয়তা কি, আমরা সবাই কিন্ত অনেক কষ্টে আছি !!

Comments