এরশাদ জামানায়

এরশাদ জামানায় আমরা মাঝে মাঝেই এরশাদ ভ্যাকেশান পাইতাম ! টিউশানি রক্ষা করার জন্য ঢাকায় মাথা গুঁজে কিছুদিন থেকে অনেক লম্বা ছুটিতে গ্রামেই চলে যেতাম, কেউ বুয়েটের কেউ মেডিকেলের কেউ টেক্সটাইল কলেজের আবার কেউ বা কৃষি বিশ্ববিদ্যালয়ের আর আমি ঢাবির !!
নাহ বেহুদা সময় কাটাই নাই, কেউ কেউ গ্রামে পুরোনো প্রেম ঝালাই করলেও আমি সেন্টু ভাই, শরিফ ভাই, রাজ্জাক মামা, নুরুল ইসলাম, আতাউর, বিকাশ সাহা, ভজন সরকার, হেলাল ঠাকুর সহ আরো অনেকেই বাপ মায়ের হোটেলে খেয়ে নিজের হাত খরচের পয়সা দিয়ে কাগজ কিনে সরকার বিরোধী পোস্টার লিখে দেয়ালে লাগাতাম, চিকা মারতাম, সকাল বিকেল জম্পেশ আড্ডা দিতাম,অলস দুপুরে তাস খেলতাম, এলাকার ছাত্রদের সংগঠিত করে মিছিল সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, কারো সিকিৎসার ব্যবস্থা করতাম, এসএসসি এইচএসসি ছাত্রদের ফ্রি কোচিং নিয়েছি আমরা অনেকবার, সেখানকার অনেকেই এখন বিসিএস কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় হল খুলে দিলে আবার চলে আসতাম, গ্রামে পড়ে থাকতো সুখস্মৃতি, জীবনটা একেবারে স্বার্থপরতায় কাটে নাই, মানুষের জন্য কিছু কাজও করেছি !!! এখন কেউ কি এইসব করে !?

Comments