একি অবস্থা হেলাল ঠাকুরের ! জীর্ণ শীর্ণ মলিন চেহারা, কিন্ত মুটিয়ে গেছে, হাতে লাঠি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে, বছর খানেক আগে দেখেছি ইনসুলিন নিতে, আবার বিড়ি সিগারেটও খাচ্ছে দেদার্ছে, যাহোক গতকাল ইফতারির একটু আগে বাসের জানলা দিয়ে তাঁকে দেখে মনে হল ব্রেইন স্ট্রোক করেছে !!
হেলাল ঠাকুর আমার এক বছরের সিনিয়র, আমাদের এলাকার বিশিষ্ট ঠাকুর বাড়ির ছেলে, দীর্ঘকাল ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি আন্দোলন সংগ্রাম করেছি একসাথে, স্নাতক পাশ করে ঢাকা এসে এরশাদ জামানায় উপরাষ্ট্রপতি নুরুল ইসলামের এপিএস ছিলেন কিছুদিন, নির্দিষ্ট কোন পেশা বেছে নেন নাই আর রাজনীতিও করেন নাই, কিছুদিন বিদেশে ছিলেন, দেশে এসে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নামে পোস্টার স্মৃতি ফলক বানিয়ে সাটাতেন, ২০০৯ সালে উপজেলা নির্বাচনে অংশ নিবেন বলে বিএনপিতে যোগদান করেন, আমার কাছ থেকে হাজার দশেক টাকাও ধার নেন, পরে আর নির্বাচনে দাঁড়ান নাই, শুনেছি গত জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, যাহোক ভাল নেই হেলাল ঠাকুর, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন !!!
Comments
Post a Comment