সৌদি আরব আমেরিকা ব্রিটিশদের দালাল ! কোন সন্দেহ আছে !! শুধু ট্রাম্প সাহেব লাল মেম নিয়ে এলেন তো কি হয়েছে, ৯০ দশকে সাদ্দাম হোসেনকে উৎখাত করার সময় আমেরিকার সৈন্যরা তো সৌদি ভূখণ্ডই ব্যবহার করেছিল আর মিশর ১০ হাজার প্রমদ বালিকা সাপ্লাই দিয়েছিলো ।
সৌদি নামের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, কিং আল সাউদের নামানুসারে সৌদি রাজতন্ত্রের নামকরণ হয়, ১৯১৪ সালেও তাঁরা অনেক গরীব ছিলেন, পাশের ইয়েমেনে ব্রিটিশ পেট্রোলিয়াম যখন তেল আর সোনা উত্তোলন করে, সেই সময় সৌদি পোশাক রপ্ত করে আর ভাষা শিখে ওরা সৌদিতে প্রবেশ করে খাতির জমায়, তেল গ্যাস উত্তোলন করে, রাজ পরিবারের ব্যাংকে টাকা জমা হতে হতে হতে... আজ ওরা এত্ত এত্ত ধনকুবের, রাজতন্ত্র টিকিয়ে রাখারা জন্য ওরা মুসলিম উম্মাহ নয়, ওয়াহাবী মতবাদ এস্তেমাল করেন আর আমেরিকা, ব্রিটিশ, ইসরাইলের দালাল !!!
Comments
Post a Comment