একজন তরুণ অর্থমন্ত্রী

বাজেট বক্তৃতা শুনতাম সেই কলেজ জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিএসসিতে তৈরি থাকতাম বাজেট ঘোষণার পর পরই "গণবিরোধী বাজেট" মানি না মানবো না এই স্লোগান দিয়ে মিছিল করার জন্য ! এখন কিছুই করি না কিন্ত অতি বয়স্ক বালক যখন ঘন ঘন দম নিয়ে অতি কষ্টে দাঁড়িয়ে দীর্ঘ বাজেট ঘোষণা করেন তখন ভীষণ কষ্ট পাই, এই দেশে ১৭ কোটি মানুষের দেশে কবে একজন তরুণ অর্থমন্ত্রী হইবেন !!
যাহোক এখন থেকে টাকা পয়সা যাই আছে ব্যাংকে না রেখে বাসার সিন্দুকে রাখবো, আর নেহায়েত যদি ব্যাংক থেকে তুলতে হয় তবে ১৯৯৯৯ টাকা তুলবো, অনেকগুলো ব্যাংক একাউন্ট খুলবো, প্রতি ব্যাংকে ৯৯৯৯৯ টাকা করে রাখবো, আরো টাকা থাকলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে রাখবো ইনশাল্লাহ !!!

Comments