বাজেট ২০১৭-১৮

আসন্ন বাজেট মাত্র ৫ লাখ কোটি টাকা ! আমি তুমি সে আপনিই সব টাকা দেবো কিন্ত মাতব্বরী করবে অন্য কেউ, আমার TIN Number আছে, নিয়মিত ট্যাক্স দেই, সব পণ্য কেনার সময় ১৫% পরোক্ষ কর দেই, বড়লোক থেকে ভিক্ষুক সবাই দেন কিন্ত ব্যাংকগুলোতে যে রীতিমত ডাকাতি হচ্ছে, বিভিন্ন প্রকল্পে অবাধে লূটপাট হচ্ছে, "সরকারি মাল দরিয়া মে ঢাল" হচ্ছে সেই টাকা তো গৌরী সেন দিচ্ছেন না, আমরা সবাই মিলে দিচ্ছি, কিন্ত আমার কাছে কেউ জবাবদিহি করেন না, আমার কোন জনপ্রতিনিধিও নাই আমার পক্ষে কথা বলার জন্য, তাই ফেসবুকে লিখে মনের জ্বালা মিটাই !!!
মজার ব্যাপার হচ্ছে এইসব পোস্টে ভিকটিম হওয়া সত্ত্বেও সবার অবস্থান এক নয়, তাই অনেকেই বিরক্ত বিব্রত হন বটে ।

Comments