জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি গুরুত্ব হারাচ্ছে

আমাদের দেশে প্রতি ৬ মাসে বাড়ে মাত্র ১৭ লাখ মানুষ ! বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি গুরুত্ব হারাচ্ছে !! ২০৫১ সালে মানুষ বেড়ে হবে ২২ কোটি কিন্ত সেই হারে হোয়াইট কলার জব, আবাসন, কৃষি, শিল্প, স্বাস্থ্য খাত কিন্ত সেই হারে উন্নত হচ্ছে না, সবই হেফাজতি এন্তেজাম, তারাই সমাধান বাৎলে দেবেন, ইনশাল্লাহ !!!

Comments