জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে !!
কত ইস্যু কত কিছু কি নিয়ে লিখি, রেইন ট্রি তে দুই তরুণী ধর্ষন কিন্ত ডাক্তার আলামত পেলেন না, ভাষ্কর্য হেফাজত থেকে সুলতানা কামাল, আবুল মালের জীবনের শ্রেষ্ঠ বাজেট কিন্ত আমার ঘরে দিনে দুপুরে ডাকাতি, ইমরান সরকারের পুনঃ আবির্ভাব, কুত্তা পেটানো করার, পচা ডিম মারার, মামলা দিয়ে হয়রানি করার এস্তেমাল, মান্না ভাইয়ের নতুন দল, কার কোর্টে যে কার বল, কে কাকে ল্যাং মারে, কত বিষয় চাপা পড়ে !!!

Comments