আজব দেশে আছি রে ভাই মনে অনেক কষ্ট,
সত্য কথা বলতে গেলে সম্পর্ক হয় নষ্ট !!
এতো বড় বিশ্ব তবু শান্তির জায়গা নাই,
আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন ঠাঁই নাহি পাই ।
জঙ্গি বলে সবাই মোদের করে দূর দূর...
আমার দেশেই মল্যযুদ্ধ, নাহি কো কসুর ।
ভিন গ্রহে গড়তে চাই আমার বাড়িঘর,
তোমরা সবাই পড়ে মরো এই চরাচর !!
সত্য কথা বলতে গেলে সম্পর্ক হয় নষ্ট !!
এতো বড় বিশ্ব তবু শান্তির জায়গা নাই,
আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন ঠাঁই নাহি পাই ।
জঙ্গি বলে সবাই মোদের করে দূর দূর...
আমার দেশেই মল্যযুদ্ধ, নাহি কো কসুর ।
ভিন গ্রহে গড়তে চাই আমার বাড়িঘর,
তোমরা সবাই পড়ে মরো এই চরাচর !!
Comments
Post a Comment