কষ্টে আছি আইজুদ্দি

বিদ্যুৎ নাই অতি ভোর থেকে, উৎপাদনশীল প্রতিষ্ঠান কিভাবে চালাই, গ্যাস নাই তাই জেনারেটর চলে তেল দিয়ে, এতো তেল কই পাই, REB আগে ভাগে কিচ্ছু বলে নাই, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার নাই, ফোন করলে ফোনও ধরে না কিন্ত প্রতিমাসে নজরানা ঠিকই নেন, কারে শুধাই, কারে শুধাই !!
পানি খাবো অতি কষ্টে বানানো সেই পানিও গরম, খাবো কি হাত মুখ ধুতে গেলেই ফোসকা পড়ার উপক্রম, অনেক কষ্টে আছে আমি আইজুদ্দি !!!

Comments