আজকের খেলায় প্রায় সব বাঙালি ইংল্যান্ডের পক্ষে ! সংগত কারণেই কিন্ত অসিরা আর ইংলিশরা তো একই রক্তের ধারা, দুই দেশই একই রাণীর শাসন মেনে চলেন, রিকি পন্টিং, স্টিভ ওয়ারা সাদা চামড়ার নাক উঁচু লোক, ওরা সবাই ক্যাপ্টেন জেমস কুকের বংশধর, সেই ১৮৮৬ সালে অস্ট্রেলিয়া আবিষ্কার করে ওখানকার আদিবাসী ভূমিপুত্রদের মেরে কেটে প্রায় নির্মূল করে ওরা আজকে সভ্য ভদ্র !
অনেক পরে সেই আদিবাসীদের প্রতিনিধি ক্যাথি ফ্রিম্যান এথলেট হন আর এন্ড্রু সাইমন্ডস জাতীয় দলে চান্স পান খেলেন কিছুদিন, ব্রিটিশরা ২০০ বছর আমাদের গোলাম বানিয়ে রেখেছিলো, ওই সাদা চামড়ার নাক উঁচু আর্যরা তলে তলে কালো বাঙালিদের খুব লাইক করে এমন ভাবার কোন কারণ নাই , ওরা ভেতরে ভেতরে কি ফন্দি ফিকির করছে কে জানে !!!
Comments
Post a Comment