সবাইকে পবিত্র রমজান মোবারক ! সিয়াম সাধনার এই মাসে অফিস আদালত পথ ঘাট বাস ট্রেন দোকান পাট বিপণি বিতান শপিং মল সবখানে কেমন সাজ সাজ রব ! যাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বাঁ পকেটে টাকার বাণ্ডিল তাঁরা দেখলাম আণ্ডা বাচ্চা লইয়া দোকানে আসিয়া দেদার্ছে কিনছেন গরু খাসি মুরগি মাছ চিনি দামী খেজুর রুহ আফজা ট্যাং লাবাং আলু পিঁয়াজ চাল ডাল তেল নুন ছোলা বেগুণ শশা আরো কত্ত কি, মনে হয় কালকেই ফুরাইয়া যাইবো !!
শুনেছি অনেক মুসলিম দেশের ধনীরা রমজান উপলক্ষে অনেক ছাড় দেন, অফিস টাইম দুপুর ১২ টায় শুরু করে ইফতার পর্যন্ত, সব জিনিসের দাম কমিয়ে দেন, নিজের বাড়ির আঙ্গিনায় শামিয়ানা টাঙ্গিয়ে মাগনা সেহরী ইফতার ডিনার করান, কর্মচারীর পাওনা টাকা ২০ রমজানের আগেই পরিশোধ করে দেন, আমাদের দেশে কি এই নজীর আছে !?
Comments
Post a Comment