নিজেকে বড়লোক ভাবতে কার না ভালো লাগে ! মাত্র ১ লাখ টাকা ব্যাংক ব্যালান্সেই সবাই ধনী বড়লোক, তাহলে এইদেশে ঘুষ গাট্টা খাইয়া ব্যাংক শেয়ার বাজার লুটপাট করিয়া শত শত হাজার হাজার কোটি টাকার মালিকগণ যারা আবার বিদেশেও টাকা পাচার করেন তাঁরা না জানি কত্ত বড়লোক !!
এক সময় আমিও বড়লোক ছিলাম সৎভাবেই, অনেকের মত শেয়ার বাজারে ফতুর হয়েও এখনো অনেক লাখ টাকা ব্যাংকে আছে, আহা ! আমি বড়লোক !!
আমি তো টাকার চাবি পেয়েছি হাতে,
এবার বড়লোকের দলে চাই ভিড়তে ।।
এবার বড়লোকের দলে চাই ভিড়তে ।।
Comments
Post a Comment