এই বাংলাদেশ চাই নাই

এই বাংলাদেশ আমি চাই নাই ! ১৯৭০ সনের নির্বাচনের যে স্পিরিট, মহান মুক্তিযুদ্ধের যে মূলমন্ত্র - বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র সেখান থেকে আমাদের এই প্রিয় স্বদেশ যোজন যোজন দূরে অবস্থান করছে !! ১৯৭১ সালের এই স্পিরিট তো অধিকাংশ মানুষ ধারণ করেছিলেন, পাকিদের রাজাকাদের পরাভূত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করার ৪৫ বছর পরে বুঝলাম ভুল সবই ভুল !!
ধর্মভিত্তিক রাজনীতি ও দল যদি এতোই ক্ষমতা রাখে তাহলে পাকিস্তানে ভোট করে জামাত বা তালেবানি শক্তি ইরাক ইরান সিরিয়ায় ক্ষমতায় আসতে পারে না কেন, কেন তারা ভাতৃঘাতি অনাবশ্যক যুদ্ধ চালিয়ে মানুষ মারে, জবাই করে, নারীদের সম্ভ্রম লুন্ঠন করে, দুনিয়ার কোথাও তারা মূলধারায় নাই বলেই তো দেখি !!!

Comments