সেমিফাইনাল ও বাংলাদেশ

সেমিফাইনালে বাংলাদেশ,
সবাই আনন্দে ভাসছে বেশ !
জয় দিয়েই করবো শেষ,
ঈদ তক থাকবে রেশ !!
চাল নিয়ে চালবাজি,
আধাপেট খাইতে রাজি ।
গ্যাসের দাম বাড়বে আবার,
পেটের গ্যাসে হয় না কারবার !
ঈদের বাজার চলছে সাঁই সাঁই,
বাঙালিরা সব পারে ভাই !!
" সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী,
রেখেছো বাঙালি করে মানুষ করোনি !" রবি কবি ।

Comments