স্বর্ণকার নাকি মায়ের গয়না বানাতেও সোনা চুরি করে ! সেই চুরি চামারি ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে হচ্ছে, আর সবার উদ্যেশ্য মাল কামিয়ে টাকাওয়ালা হওয়া, নীতি আদর্শের বালাই নাই, সারাদেশে যত সোনার দোকান আছে সেখানে কিনতে যাবেন সব ২৪ ক্যারেট, বেচতে যাবেন সেটা সনাতনি, দাম অর্ধেক !!
খাঁটি সোনায় নাকি গয়না হয় না, তাই সবখানে ভেজাল আর খাদ, সোনায় ভেজাল, কথায় ভেজাল, পলিটিক্সে ভেজাল, খাদ্যে ভেজাল, প্রেমে ভেজাল, বিদ্যায় ভেজাল......আমরা আছি এক ভেজালের রাজত্বে !!!
Comments
Post a Comment