একটি সকাল

সুপ্রভাত বাংলাদেশ ! অনেক ক্লেশ পথের ক্লান্তি ভুলে ঢাকা থেকে অনেক দূরে পরিবার বন্ধুবান্ধব বিহীন অবস্থায় এই সবুজ মঞ্জুল বঞ্জুল মঞ্জুরিত পুষ্পমঞ্জরি এই টাটকা কাগজী লেবু এই রসালো কামরাঙ্গা আর কিছু মানুষের সাহচর্য অনেক বড় আশির্বাদ.......!!! এখানেই অন্য বাংলাদেশ ।

Comments