বিগ বস


মানুষের কত রুপ ! যখন পাত্রী দেখতে যাবেন যেই মেয়ে এতো লাজ নম্র শুশীলা যে মুখের কথা কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় না, বিয়ের পর পরই কেউ কেউ দজ্জাল মুখরা বধু !!
অনেক লোক বিগ বসের সামনে ভিজে বিড়াল কিন্ত অধস্তনের কাছে সাক্ষাৎ যম, কারণে অকারণে শুধু খিস্তি খেউর নয় বাপ মা তুলে হিব্রু ভাষায় গালিগালাজ করে, অনেক সময় গায়ে হাত তুলে । এই রকম একজন আমাকে বেশ খারাপ গালি দিয়েছিলো আর এক হিন্দু কলিগকে যথারীতি সেই চিরাচরিত সাম্প্রদায়িক ভাষা ব্যবহার করেছিলো, আমি কিন্ত অত নিপাট ভদ্রলোক নই, তাকে ক্ষমাও করি নাই, যদি কখনো সুযোগ পাই তবে কষে কানের নীচে একটা চড় বসিয়ে দেবো !!!

Comments