গরমে ঘামে জীবন সারা,
বিদ্যুতের জন্য পাগলপারা !!
বিদ্যুৎ নাই, আরাম নাই,
আরাম চাই, বিদ্যুৎ চাই ।
বিদ্যুতের জন্য পাগলপারা !!
বিদ্যুৎ নাই, আরাম নাই,
আরাম চাই, বিদ্যুৎ চাই ।
এই শহরের এই নগরের এই দেশের ওয়েট ল্যান্ড নষ্ট করলো কে, সবুজ প্রকৃতিনিচয়, ছায়াবৃক্ষ ধ্বংস করে শুধু ইট সুড়কি লোহা লক্কর রড সিমেন্ট বালুর জঞ্জাল তৈরি করলো কে, নিজের আরামের জন্য ঘরে এসি চালিয়ে বাইরে গরম হাওয়া ছেড়ে দেয় কে, এই ছোট্ট দেশে অপরিকল্পিতভাবে মানুষ জন্ম দিয়ে দেশ বোঝাই করলো কে, উত্তর কমেন্টে !? আমি তুমি সে......সরকার সবাই !!!
Comments
Post a Comment