বেকারের সঙ্গা

আমি উন্নয়ন দেখেছি ! দেশে অনেক অবকাঠামো সুউচ্চ গগণচুম্বী ব্যক্তিখাতের দালান কোঠা, রেইন ট্রি, সামার ট্রি, নাইট ট্রি, হোটেল রেস্তোরা, হাসপাতাল, বিপনীবিতান, শপিং মল, কলেজ বিশ্ববিদ্যালয়, রাস্তা ঘাট ব্রিজ পুল হয়েছে শুধু ঢাকায় নয়, সারাদেশেই !! আর এইসব যারা বানিয়েছে তাদের উন্নয়ন হয়েছে অনেক অনেক বেশি, অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ, কলাগাছ ফুলে বটগাছ হয়েছেন, আমরা জানি তো, দেশে ভারী শিল্পের বিকাশ হয় নাই, কোটি যুবক যুবতীর কার নাই, তাই তারা বেকার !!!

Comments