বিশ্ব গ্রাম

সুপ্রভাত বাংলাদেশ ! এখন অজপাড়াগাঁ বলে আর কিছুই নেই । গোটা বিশ্বই আজ একটি পল্লি । ভাইরাল শব্দ জনপ্রিয় হচ্ছে, ভাইরাল ভাইরাস কোন সীমানা চিনে না, সে সীমানা পেরোবে আঘাত হানবে আলোর গতিতে !!
মানুষের নীতি আদর্শ মূল্যবোধ জীবন দর্শন তাই ইউনিফর্ম হওয়া দরকার, গ্রামে একটা ভাল মানের লাইব্রেরী থাকলে, সেখানে দৈনিক কাগজ থাকলে, ইন্টারনেট থাকলে দুনিয়ার সব খবর পাওয়া যাবে, শুধু সুউচ্চ দালান কোঠা অবকাঠামো নয়, গ্রামে গ্রামে দরকার ভাল মানের স্কুল কলেজ শিক্ষক ও স্বাস্থ্যসেবা, তাহলেই বহুপাক্ষিক সমাজ ধর্ম একই ছাদের নীচে সহাবস্থান করতে পারবে !!! আমার দৃঢ় বিশ্বাস ।

Comments