সেই কোন ছোট্ট বেলায় স্কুল জীবনে এই গরমকালে রাতের বেলা আমরা বড়দের সাথে অনেক রাত অবধি বাড়ির উঠানে পাটি বিছিয়ে দাদা দাদী নানা নানী মাসি পিসির রুপ কথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, বড়রা পান তামাক খেতেন, তখন না ছিল কারেন্ট, না ছিল বিজলী বাতি, জোনাকিরা আলো জ্বেলে পাহারা দিতো, কুনো ব্যাঙ লাফিয়ে গায়ে উঠতো, সাপেরও উপদ্রপ হতো বৈকি !
খোলা বাড়িতে খোলা মাঠের মৃদুমন্দ সমীরণ আর যৌথ পরিবারের মা খালা মাসি পিসির হাতপাখার বাতাস ছিলো পরম পাওয়া, রাত গভীর হলে শিশির পড়া শুরু করলে ঘরে ফেরা হত, ঘর বলতে জানলা বিহীন ছোট্ট জেলখানা, তবু সেই স্মৃতি মনকে দোলা দেয়, শুধু আমাকে নয়, অনেককেই !!!
Comments
Post a Comment